কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসি আর ল্যাবে আজ ১৫ জুন ২০২০ ( ১৮৮) টি স্যাম্পলের।
মোঃ রাজু আহমেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি-ঃ
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসি আর ল্যাবে আজ ১৫ জুন ২০২০ ( ১৮৮) টি স্যাম্পলের।
কুষ্টিয়া ১৩৪ মেহেরপুর ৩১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ১৮, মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১২, জন, কুমারখালি উপজেলায় ৪, জন দৌলতপুর উপজেলায় ৩, জন মোট ১৯, জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া ঝিনাইদহ জেলায় ২, জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মেহেরপুর জেলায় ১, জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।
বাকিগুলোর ফলাফল নেগেটিভ, কুষ্টিয়া জেলায় সদর উপজেলায় আক্রান্ত ১২, জনের ঠিকানা এমপিও স্কয়ার (কুষ্টিয়া হাসপাতাল)
জুগিয়া, খাজানগর, ৩, জন সোনালী ব্যাংক, ২, জন কাটাইখানা মোড়, ২, জন হাউজিং এ ব্লক ও ২ জন ফুলতলা চৌড়হাস।
কুমারখালি উপজেলায় আক্রান্ত ৪, জনের ঠিকানা কুমারখালি থানা, পুকুড়িয়া পুটিয়া চুড়াইকোল ও নন্দলাল পুর।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩, জনের ঠিকানা বৈরাগীর চর ও ২, জনের আল্লাদর্গা।
প্রয়োজনে বাড়ির বাহিরে গেলে মাক্স ব্যবহার করুন, এবং অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে ঘরা ঘরি করবেন না, দূরত্ব বজায় রেখে চলুন, নিজে সাবধানে থাকুন, এবং অন্যকে থাকার উপদেশ দিন।