জার্মানিতে বন্যায় নিহত ৫৫, নিখোঁজ ১৩০০
গত কয়েক দিন ধরে পশ্চিম এবং দক্ষিণ জার্মানিতে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জেরে জার্মানির পশ্চিম এবং দক্ষিণ ভাগে এলাকাগুলিতে হড়পা বানের সৃষ্টি হয়। আচমকাই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভয়াবহ এই বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেশটির রাইনল্যান্ড-প্যালাটিনেটে। শুধুমাত্র ওই অঞ্চল থেকেই নিখোঁজ হয়েছেন প্রায় ১৩০০ জন।
জার্মানির আবহাওয়া দফতরের এক মুখপাত্র অ্যান্ড্রিয়াস ফ্রেডরিক জানান, বেশ কিছু জায়গায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ১০০ বছরেও হয়নি।
পশ্চিম জার্মানির বেনেলাক্স অঞ্চল, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ওই সব অঞ্চলে কোথাও ১৫০ মিলিমিটার, কোথাও আবার ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুধু জার্মানি নয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও। দেশটিতে জার্মানির সীমান্তঘেঁষা শহর ওয়ালোনিয়ায় বন্যায় ৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নেদারল্যান্ডেও।