জাতীয়

আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা

স্টাফ রিপোর্টঃ

আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা

করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের টিকার আরও ৬০ লাখ ডোজ আগামী আগস্টে মাসে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে আগে ১ লাখ ফাইজারের টিকা এরই মধ্যে এসেছে। আগামী মাসে আরও ৬০ লাখ টিকা আসবে। আমরা কাল চিঠি পেয়েছি।’

দেশের টিকার সংকট ছিল আস্তে আস্তে কেটে যাচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের টিকার সমস্যা আল্লার রহমতে কেটে গেছে, এরই মধ্যে দেশে ৪৬ লাখ টিকা এসেছে। আপনার শুনে আনন্দিত হবেন গতকালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে চিঠি পেয়েছি। কোভ্যাক্স ফ্যাসিলিটি আওতায় আরও ৬০ লাখ টিকা দেয়া জন্য আমাদের কাছে চিঠি এসেছে। মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে।’

চীনের কাছ থেকে বড় ধরনের টিকার চালান আসবে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘চীনের থেকে আরও লাখ টিকা আমরা পাব। আগস্টের মধ্যে সিরামে ১০ লাখ টিকা আমেরিকা পাওয়ার আশা রয়েছে। এর থেকে বেশিও আসতে পারে। এক থেকে দেড় মাসের মধ্যে পৌনে দুই থেকে দেড় কোটি টিকা বাংলাদেশের হাতে থাকবে। ছাড়াও আরও কিছু টিকা আগস্ট মাসে আসার কথা রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button