মুুসল্লিদের জন্য জায়গা ওয়াকফ করে নিজ অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা র্নিমাণ করলেন হাজী কবিরাজ মোঃ মারফত আলী
মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
মুুসল্লিদের জন্য জায়গা ওয়াকফ করে নিজ অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা র্নিমাণ করলেন হাজী কবিরাজ মোঃ মারফত আলী
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে মহব্বরপুর বাজারে প্রায় ৬শতাংশ জায়গার উপর নির্মিত করা হয়েছে ইমাম হাসান ও হোসাইন(রঃ)জামে মসজিদ এবং হযরত আবু বকর ছিদ্দিক (রঃ) হাফিয়া মদ্রাসা।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের পরে হাজী মারফত আলী ইমাম হাসান ও হোসাইন(রঃ)জামে মসজিদের পাশাপাশি নিচতলায় আগামীকাল শনিবার মাদ্রাসার উদ্বোধনের ঘোষণা করেন। এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় আব্দুল করিম বাবুর বাবা-মায়ের জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম জমির উদ্দিন।
এ প্রসঙ্গে হাজী মারফত আলী জানায়, মসজিদ ও মাদ্রাসা আল্লাহর ঘর। এটি নির্মাণ করার জন্য আমার বহু দিনের পরিকল্পনা ছিল। আমি একজন গরিব বাবার ছেলে ছিলাম এখন আল্লাহ আমাকে টাকা দিয়েছেন এজন্য আল্লাহ ঘর মসজিদ ও সাদ্রাসা নির্মাণ করেছি।আমি সকল মানুষের সেবায় যত ধরণের উন্নয়নমূলক কাজ আছে তার সহযোগী হতে চাই।
দোয়া ও মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আপ্তা উদ্দিন, আব্দু হাই বিলাত,সফিকুল ইসলাম আর্মি, জাকির হোসেন,ছমির মিয়া,উকিল আলী,মছলম আলীসহ এলাকার মুসল্লিগণ।