ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব স্হগিত
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব স্হগিত
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে এবারও উপমহাদেশের বিখ্যাত ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব স্হগিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় রীতি নীতি আচার আনুষ্ঠানিকা পালন স্বল্প পরিসরে অন্যান্য কার্যক্রম পালন করা হবে।
শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির ও রথোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি ডাঃ অজিত কুমার বসাক জানান আসন্ন রথোৎসব -২০২১ উদযাপন করার লক্ষ্যে ইতিপূর্বে মাস খানেক আগে আমরা মন্দির কমিটি সভা করে বর্তমান পরিস্হিতি বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে ছিলাম যে রথোৎসব উদযাপন করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি মূলক কার্যক্রম বাস্তবায়ন করে রাখব যাতে সরকারের পক্ষ থেকে অনুমতি মিললে আমরা প্রতি বারের ন্যায় লক্ষাধিক দেশি-বিদেশি ভক্তবৃন্দের মিলন মেলায় মাঝে অনুষ্ঠিত হবে রথোৎসব আর পরিস্থিতি অনুকূলে না থাকলে রথোৎসব স্হগিত রেখে সরকারের স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকা পালন করে বিগ্রহ গুলো সীমিত ভক্তবৃন্দের উপস্থিতিতে যাত্রাবাড়ী মাধব মন্দিরে নিয়ে ঐ মন্দিরে পূজো আনুমানিকতা শেষে উল্টো রথের দিন আবার স্বাস্থ্য বিধি মেনে কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দিরে বিগ্রহ গুলো আনা হবে।
এ’বিষয়ে আমরা উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও থানা প্রশাসনের সহিত শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিগন মতবিনিময় করে ও প্রয়োজনীয় চিঠি প্রেরণ করা হয়েছে।
আগামী ১২ জুলাই আমাদের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব শুরু হবে।আমরা রথোৎসব স্হগিত ঘোষণার ফলে এবারও লক্ষ প্রাণের ভক্তের সমারোহ হবে না তবে সীমিত ভক্তবৃন্দের উপস্থিতিতে মাধবের কাছে প্রার্থনা থাকবে মহামারি করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দাও,আমাদের বিশ্ববাসীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও।আমরা অচিরেই সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারি এটাই প্রার্থনা।
কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন আমরা প্রথমে ভেবেছিলাম সরকারের সাতদিনের লকডাউন এর পর দেশের করোনা পরিস্থিতি বদলাবে কিন্তু দিন দিন করোনার সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে সরকার লকডাউনের সময় সীমা বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের শেষ আশাটুকু আর রইল না কারন রথোৎসব শুরু ১২ জুলাই সরকারের ঘোষিত কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত।