জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে প্রধানমন্ত্রীর উপহার হাড়িভাঙ্গা আম পৌছাল ত্রিপুরায়

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে প্রধানমন্ত্রীর উপহার হাড়িভাঙ্গা আম পৌছাল ত্রিপুরায়

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠালেন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। এতে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিমত দুদেশের ব্যবসায়ীদের।

মঙ্গলবার (৫জুলাই) সকালে আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে দু’দেশের কর্তাদের উপস্থিতিতে ৩০টি কার্টনবোঝাই হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশ কতৃপক্ষ।

তাঁদের মতে, ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই আম পাঠিয়েছে হাসিনা সরকার।

আগরতলায় বাংলাদেশ দূতাবাসের এসিস্ট্যান্ট হাই কমিশনার যোবায়েদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশের দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে। সৌজন্যের আদানপ্রদানের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে।

এ সময়,আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু,স্থলবন্দরের,রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী,স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান,ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button