দেখে নিন ইউরোর নকআউট পর্বের লাইনআপ
ইউরোর ২৪ দলের মধ্যে নকআউট পর্বের টিকিট পেয়েছে ১৬টি দল। বুধবার (২৩ জুন) রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চূড়ান্ত ১৬ দলের জন্য। ‘এফ’ গ্রুপের শেষ দুটি ম্যাচই রোমাঞ্চ ছড়িয়েছে। ফ্রান্স ও পর্তুগাল ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে জার্মানি-হাঙ্গেরি লড়াইও ড্র দিয়ে শেষ হয়েছে। ফলে গ্রুপ অব ডেথ থেকে নকআউটের টিকিট নিশ্চিত হয়েছে ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের।
আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে- ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। এ ছাড়া দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে-ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি।
পাশাপাশি টুর্নামেন্টের ফরম্যাটের কারণে ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চার দলও পেয়েছে নকআউটের টিকিট। যেখানে জায়গা পেয়েছে- পর্তুগাল, ইউক্রেন, সুইজারল্যান্ড ও চেক রিপাবলিক।
গ্রুপপর্বের লড়াই শেষে দুদিনের বিরতির পর আবারও মাঠে নামবে দলগুলো। নকআউট পর্বের প্রথম ম্যাচে লড়বে ওয়েলস ও ডেনমার্ক।
একনজরে দেখে নেওয়া যাক ইউরো কাপের শেষ ষোলোর লাইনআপ-
- ওয়েলস বনাম ডেনমার্ক
- ইতালি বনাম অস্ট্রিয়া
- নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক
- বেলজিয়াম বনাম পর্তুগাল
- ক্রোয়েশিয়া বনাম স্পেন
- ফ্রান্স বনাম সুইজারল্যান্ড
- ইংল্যান্ড বনাম জার্মানি
- সুইডেন বনাম ইউক্রেন