জেলার খবর

মনিরামপুর প্রথম দিনে পালিত হচ্ছে কঠোর লকডাউন

আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)

মনিরামপুর প্রথম দিনে পালিত হচ্ছে কঠোর লকডাউন

করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক মনিরামপুর এক সপ্তাহ লকডাউন আগামী ২৯ জুন পর্যন্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) মনিরামপুর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে লকডাউন ব্যানার ঝুঁলিয়ে রাখা হয়। অন্য কোন গ্রাম জেলা/উপজেলার মানুষ মনিরামপুর আসতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছে মনিরামপুর থানা পুলিশ। সকাল থেকেই বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন, সিএনজি, ইজিবাইক,ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলার চলাচল। ওষুধের দোকান, আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী যানবাহন, সংবাদকর্মিদের গাড়ি লকডাউনের আওতামুক্ত রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া মনিরামপুর কাউকে ঢুকতে অথবা বের হতে দিচ্ছে না প্রশাসন।

সাংবাদিক আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা সংক্রমন দিনদিন বৃদ্ধি পাওয়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লডকাউন বাস্তবায়ন উপলক্ষে জনগনকে সচেতন থাকতে হবে। মনিরামপুর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল এবং অবস্থান করছেন। অযথা ঘরের বাইরে কেউ বের হবেন না জরুরী প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করুন সাস্থ্যবিধি মেনে চলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button