আন্তর্জাতিক

আজ বিশ্ব বাবা দিবস

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তবুও বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর ‘বিশ্ব বাবা দিবস’ পালিত হয়ে আসছে। আজ জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস।

 

প্রকাশে কঠিন অথচ ভেতর অসম্ভব স্নেহ, মমতা আর ভালবাসা নিয়ে বাবা। সন্তানের কাছে যিনি সুপারিহরো। বাবার সাথেই গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। ভিন্ন ভিন্ন অনুভূতির মিথস্ক্রিয়ায় সন্তান-বাবা পাড়ি দেয় দীর্ঘ সময়। এতো নিপুন রসায়ন সম্পর্কের পরেও হয়তো সংকোচে কখনও বলাই হয় না ‘তোমাকে ভালবাসি বাবা’। হৃদপিণ্ডের স্পন্দনে থাকা বাবাকে ভালবাসি বলার সময় তো এখনই।

প্রতি বছর বিশ্বের ৫২টি দেশে দিবসটি পালিত হয়। জুনের তৃতীয় রোববার বিশ্বের বেশিরভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। সে হিসাবে এ বছর বাবা দিবস আজ ২০ জুন।

 

১৯১০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুণীর মাথায় আসে বাবা দিবসের কথা। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃ দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button