আশ্রয়ণে অধিকার, মুজিববর্ষে শেখ হাসিনার উপহার
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
আশ্রয়ণে অধিকার, মুজিববর্ষে শেখ হাসিনার উপহার
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ”
‘মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় অদ্য ১৮/৬/২০২১খ্রি. তারিখ সার্কিট হাউজ,কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর কিশোরগঞ্জ জেলার সাংবাদিকবৃন্দের সাথে ‘অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), কিশোরগঞ্জ সদর। কিশোরগঞ্জ জেলায় মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভুমিহীন ও গৃহহীনদের ৬৩১টি ঘর প্রদান করা হবে।
আগামী ২০ জুন,২০২১ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। কিশোরগঞ্জের সকল উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কর্তৃক উক্ত উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করা হবে।