আন্তর্জাতিক
বহুল প্রত্যাশিত বৈঠকে বসেছেন বাইডেন-পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এটি তাদের প্রথম বৈঠক। সুইজারল্যান্ডের জেনেভায় এমন সময়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যখন দেশ দুটির মধ্যকার সম্পর্ক প্রায় তলানিতে নেমে এসেছে।
অস্ত্র নিয়ন্ত্রণ এবং রাশিয়ার সাইবার হামলার বিষয়ে আলোচনা নির্ধারণ করা হয়েছে। আলোচনায় বড় ধরনের সফলতা না আসলেও ছোট ছোট চু্ক্তিগুলো হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।
তবে একাধিক বিষয় নিয়ে দেশ দুটির মধ্যে বেশ উত্তেজনা চলছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, রাশিয়ার সাইবার হামলা থেকে শুরু করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ভূমিকা।
এছাড়া আলেক্সেই নাভালনিকে গ্রেফতারের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে।