পাইকগাছায় আইনজীবিদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় আইনজীবিদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফী বলেন, এখন থেকে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে থানায় বিচার-শালিশ বসবে না।
এ সব বিষয় গুলো আদালতেরই এখতিয়ার ভুক্ত। বুধবার সকালে পাইকগাছা আইনজীবি সমিতি ভবনে আয়োজিত আইনজীবিদের সাথে মতবিনিময় সভায় ওসি এ মন্তব্য করেন। এ সময় অনেকে ওসিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, জমি-জমার বিরোধে বিপদে পড়ে সাধারন মানুষ পুলিশের সাহায্য পেতে থানায় আসে। তা’হলে এখন থেকে সেসব ভুক্তভোগীদের কি হবে? এমন উত্তরে ওসি এজাজ শফী বলেন, মাননীয় এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে এ সংক্রান্ত বিষয়ে একটি শক্তিশালী কমিটি করলে তারাই ভাল সমাধান দিতে পারবেন বলে তিনি মনে করেন।
আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ জি, এম আঃ সাত্তারের সভাপতিত্বে ও সম্পাদক এ্যাডঃ সুকান্ত কুমার রায়ের পরিচালনায় সভায় এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি সহ যে কোন সামাজিক অপরাধ প্রবনতা রোধে পুলিশের সহযোগিতায় আইনজীবি ও আইনজীবি সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে উল্লেখ করেন ওসি। সভায় আইনজীবিদের উদ্দেশ্য করে ওসি আরোও বলেন, দয়া করে আপনারা আদালত থেকে পেশাদার ডাকাতদের জামিন করাবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাডঃ প্রশান্ত কুমার ঘোষ, সমির কুমার সরকার, এফএমএ রাজ্জাক, তৈয়েব হোসেন নুর, আবুল কালাম আজাদ, সাঈদুর রহমান মিঠু, আদালত সিএসআই বিশ্বজিৎ গাইন, আইনজীবি সহকারী সমিতির সভাপতি শাহিন আক্তার, সম্পাদক মহানন্দ ঢালী ও আজিবর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।