মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চান দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম
মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি-(সুনামগঞ্জ)
মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চান দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম
মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম।
বুধবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় দোয়ারাবাজার উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় কালে ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যাবতীয় অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে। দূর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সাংবাদিকদেরকে সোচ্চার হতে হবে।’
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক বজলুর রহমান,হাবীবুল্লা হেলালী, রফিকুল ইসলাম,আশিক মিয়া, মোঃ আলা উদ্দীন। হারুন অর রশীদ, এম এ মোতালিব ভুঁইয়া, আশিস রহমান প্রমুখ।
দোয়ারা বাজার উপজেলার সচেতন সুশিল সমাজের নাগরিকরা বলেন দোয়ারাবাজার থানায় ওসি মোঃ নাজির আলম আসার পর পরই থানার চিত্র পাল্টে যাচ্ছে,মদ, জোয়া অবৈধ চোরাকারবারিরা আগের মত আর বেপরোয়া ভাবে অবৈধ ব্যবসা করা সম্ভব হচ্ছে না দেখে টাকা পয়সা দিয়ে ওসি মোঃ নাজির আলমের বিরুদ্ধে নামে বেনামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বদনাম চরিয়ে বেড়াচ্ছে,এ ব্যপারে দোয়ারাবাজার প্রেসক্লাবের সকল মুলধারার সাংবাদিকরা ঔক্যবদ্ধ হয়ে সমাজে ভালো ও মঙ্গলের জন্য কাজ করতে হবে,