জেলার খবর

সোনাতলায় ডাক্তারের মারধরে শিশু আহত, চিকিৎসা চলছে আরএমও

বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ

সোনাতলায় ডাক্তারের মারধরে শিশু আহত, চিকিৎসা চলছে আরএমও

বগুড়ার সোনাতলায় হাসপাতালে মায়ের সাথে চিকিৎসা নিতে এসে ডাক্তার কর্তৃক ৫ বছরের এক শিশু মারধরের স্বিকার হয়েছে। ঘটনাটি সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে।

এঘটনায় ঐ শিশুটির নানা সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের শিমুল বাড়িয়া গ্রামের মৃত সিফাত আলী আকন্দের ছেলে জাহের আলী।

১১’ই মে মঙ্গলবার সকালে তার মেয়ে আসমা আকতার সুমা ও নাতী জুবায়েদ(৫) হোসেনকে নিয়ে চিকিৎস্যার জন্য সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। নিয়ম অনুসারে টিকিট কেটে বহিঃবিভাগে চিকিৎসকের জন্য অপেক্ষাও করছিলেন।

এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া সুলতানা আচমকা ভাবে এসে বিনা কারনে তার নাতির মাথায় কলম দ্বারা উপর্যপরি আঘাত করে। এতে ঐ শিশুটি গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। শিশুর চিৎকারে তার মা সহ আশপাশের লোকজন সহ অন্যান্য চিকিৎসকেরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

সে সময় উক্তস্থানে এক উদ্ভত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময়ে আঘাতের কারন জানতে চাইলে ডাঃ রাজিয়া সুলতানা শিশুর পরিবারের লোকজনের সাথে খারাপ আচরন ও বিভিন্ন গালমন্দ করেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।এঘটনায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাতিল এর সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিপুর্বেও ডাঃ রাজিয়া সুলতানা একাধিকবার সেবা নিতে আসা অনেকের সাথে এরুপ ঘটনা ঘটিয়েছে।

সে সময় অনেকের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তবে আজকের ঘটনাটি আসলেই দুঃখ জনক। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তা উর্ধতন কর্মকর্তার নিকট প্রেরন করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button