চট্টগ্রামের ক্রিকেট কোচদের আর্থিক সহযোগিতা দিলেন তামিম ইকবাল।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি-ঃ
চট্টগ্রামের ক্রিকেট কোচদের আর্থিক সহযোগিতা দিলেন তামিম ইকবাল।
ক্রিকেট কোচ’রা শুধু কোচ নয়। ওনারা হচ্ছেন জিবনের গুরুত্বপুর্ন শিক্ষক। জিবনের সার্বিক পর্যায়ে কোচদের সম্মান করতে হবে,মর্যাদা দিতে হবে। বৈশ্বিক মহামারী করোনা সংকটকালীন জাতীয় ক্রিকেট দলের আইকন ওপেনার চট্টল গর্ব তামিম ইকবাল খানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা প্রদান কালে তামিম ইকবালের বড় ভাই জাতীয় দলের সাবেক খেলোয়াড় তামিম ইকবাল এসব কথাগুলো বলেন।
৭ জুন,রোববার চট্টগ্রামের কাজির দেউরির তামিম ইকবালদের পারিবারিক রেস্তোরাঁয় তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল কোচদের হাতে নগত অর্থ সহায়তা তুলে দেন।
অর্থ সহায়তা তুলে দেওয়ার মূহুর্তে নাফিস ইকবাল খান বলেন এটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা ভীষণ গর্বিত তামিমের এই উদ্যোগে এমন উদ্যোগ আমাদের বাবা ইকবাল খান কোন কোচ খেলোয়াড় কষ্ট আছে শুনলে দ্রুত উদ্যোগ নিতেন তাঁদের পাশে দাঁড়াতেন, তার ধারাবাহিকতায় তামিম ইকবালও বাবার দেখানো পথ অনুসরণ করে কোথাও কোন কোচ, খেলোয়াড় সমস্যা আছে শুনলে দ্রুত পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পাশে এসে দাঁড়ায়। কোচরা হচ্ছেন আমাদের কাছে শিক্ষকের মতো। সেই শিক্ষকদের কষ্টের কথা শুনে তামিম আমাকে দ্রুত সব আয়োজন করতে বলে। তামিম আমাকে বারবার বলেছে, তাঁদের সম্মান দিতে হবে। এটা কিন্তু অনুদান নয়, সম্মান। ছোটবেলায় আমি-তামিম প্যাড পরেই যেকোনো একাডেমিতে চলে যেতাম। কেউ বলত না ভর্তি হতে হবে। বা পরে ব্যাটিং কর। তপন দা, মুমিন ভাইদের মতো কোচদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমরা এটার প্রচার-প্রচারণা চাইনি। শিক্ষক হিসেবে শুধু তাঁদের সম্মান করতে চেয়েছি।’
চট্টগ্রাম কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী ও ডিভিশন কোচ মুমিনুল হক জানিয়েছেন, করোনার কারণে স্থানীয় লিগসহ চট্টগ্রামের সবগুলো একাডেমি বন্ধ। কোচদের অনেকের আয় বন্ধ হয়ে গেছে। এজন্য তামিম ইকবাল খান নিজের উদ্যোগে চট্টগ্রামের ৫০ জন কোচকে ঈদ উপহার’ হিসেবে অর্থ সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন।’
এময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান নাফিজ ইকবাল খান, চট্টগ্রাম কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, ডিভিশন কোচ মুমিনুল হক, সাবেক ক্রিকেটার ও কোচ মাসুমউদ্দৌলা,ফাইজান খান প্রমূখ।