বগুড়ায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধরে স্কুল ছাত্রী আহতঃ থানায় অভিযোগ
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধরে স্কুল ছাত্রী আহতঃ থানায় অভিযোগ
বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের খিতাবের পাড়া গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে।
এঘটনায় ঐ স্কুল পড়ুয়া ছাত্রীর পিতা মোঃ সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগ সুত্রে জানাযায়, গত ১’লা এপ্রিল শনিবার দুপুরে খিতাবের পাড়া গ্রামের মৃত আজগর প্রামানিকের ছেলে সাইফুল ইসলামের একটি ছাগল একই এলাকার সিরাজুল ইসলামের ধানক্ষেতে গিয়ে জমির ফসল আংশিক নষ্ট করে।
এতেকরে সিরাজুলের স্কুল পড়ুয়া মেয়ে ঐ ছাগলটি ধরে তাদের বাড়িতে নিয়ে যাবার সময় সাইফুল ইসলাম ও তার পরিবারের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাগলটি তার নিকট থেকে কেড়ে নেয়।
এরপর বিষয়টি সে তার মাকে জানালে তিনি ছাগলের মালিক সাইফুল ও তার পরিবারের লোকজনকে গালমন্দ করতে নিষেধ করে। এসময় তারা আবার ক্ষিপ্ত হয়ে অনুরুপভাবে গালমন্দ সহ মারধরের হুমকী দেয়। এদিকে গত ৬’ই মে বৃহস্পতিবার সিরাজুল ও তার স্ত্রী বাড়িতে না থাকায় সন্ধায় পুর্বের ঘটনার জেরে সাইফুল ও তার পরিবারের লোকজন সিরাজুলের স্কুল পড়ুয়া মেয়েকে মারধর করে পালিয়ে যায়। বর্তমানে সে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎস্যাধীন রয়েছে।
এঘটনায় সাইফুলের পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা মারধরের কথা অস্বিকার করেন। অপরদিকে এলাকার অনেকেই তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানান। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।