জেলার খবর

মহামারীতেও শেখ হাসিনার নেতৃত্বে ভিন্ন এক বাংলাদেশ- এমপি জ্যাকব

এ. এইচ. রিপন, জেলা প্রতিনিধি-(ভোলা)

মহামারীতেও শেখ হাসিনার নেতৃত্বে ভিন্ন এক বাংলাদেশ- এমপি জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, করোনার তান্ডবে বিশ্বব্যাপী অর্থনীতি এবং মানুষের জীবন ও জীবিকা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবন ও জীবিকা সচল রয়েছে। মহামারীতেও শেখ হাসিনার নেতৃত্বে এ যেন ভিন্ন এক বাংলাদেশ৷

মঙ্গলবার (৪ঠা মে) চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর তেতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লীবিদ্যুতের সাব স্টেশন এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদীর ড্রেজিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে এমপি জ্যাকব এসব কথা বলেছেন৷

এমপি জ্যাকব বলেন, করোনাকালে আমাদের দেশের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতার মোকাবেলা করে দক্ষতা ও বিচক্ষনতার সাথে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন। করোনা প্রতিষেধক টিকা কিনতে কুটনৈতিক সফলতায় তার ভূমিকা প্রশংসনীয়। মানুষের জীবন জীবিকার স্বার্থে অর্থনৈতিক কর্মকান্ড চালু রেখেছে সরকার। অসহায় ও দুঃস্থ মানুষকে প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ সহায়তা এবং বিভিন্ন পেশাজীবিদের জন্য অর্থনৈতিক প্রনোদণা দিচ্ছেন।

যতদিন এই সংকট কাটবে না ততদিন পর্যন্ত আওয়ামীলীগ সরকার জনগনের পাশে থাকবে৷ এছাড়াও তিনি ঈদুল ফিতর উপলক্ষে জিন্নাগড়, নূরাবাদ, হাজারীগঞ্জ, আহাম্মদপুর, জাহানপুর ইউনিয়নে হত দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেন।

এ সময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ দলীয় নেতৃবৃন্দ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button