অর্থ ও বাণিজ্য

মহামারি করোনা ভাইরাস সংক্রমণে সল্প পুঁজির ছোটখাটো জুয়েলার্সের মালিকদের জীবন বিপন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

মহামারি করোনা ভাইরাস সংক্রমণে সল্প পুঁজির ছোটখাটো জুয়েলার্সের মালিকদের জীবন বিপন্ন

আজ কাপড়ের দোকানের কয়েকজন মালিককে জিজ্ঞাসা করে ছিলাম মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ লকডাউন চলাকালীন সময়ে আগত ঈদে আপনাদের ব্যবসা বানিজ্য কেমন হচ্ছে। দোকানদার উত্তরে জানায় কিশোরগঞ্জে মার্কেট গুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা একদিকে করোনা ভাইরাসের ভয় জীবন বাচাঁনোর লড়াই।

সরকারের নির্দ্দেশে আজ থেকে শপিংমল দোকানপাট খুলে দেয়া হয়েছে। কালপরশু হয়তোবা যানবাহনও খুলে দেয়ার চিন্তাভাবনা করেছেন যানবাহন চালু হলে আমাদের বেচা-কেনা আরও বারবে আশাবাদী এদিকে শপিংমল, কাপড়, কসমেটিক ও জুতার দোকানগুলোতে উপচে পড়া ভিড় তিল ধারনের ঠাঁই নেই। তারপর কয়েকজন স্বর্ণ জুয়েলার্স মালিকদের কাছে জিজ্ঞেসা করা হয় করোনা ভাইরাসের সংক্রমণ লকডাউন চলাকালীন সময়ে আপনাদের ব্যবসা বানিজ্য কেমন হচ্ছে।

উত্তরে জুয়েলার্সের মালিকরা জানান ভাই স্বর্ণের দোকানগুলোতে শুনশান নীরবতা চলছে কাস্টমারতো দুরের কথা মশা-মাছি কিছুই আসেনা! এমতাবস্থায় কিশোরগঞ্জের সল্প পুঁজির ছোট ছোট জুয়েলার্স মালিকদের মধ্যে হতাশা চলছে। এর মাঝে আবার স্বর্ণের বাজার উর্ধমুখী কোনরকম ক্রেতা নেই, আবার মাসও প্রায় শেষ হতে চলছে এখন আমরা দোকান ভাড়া পরিশোধ করবো কি করে, সংসারের খাওয়া খরচ বাচ্চাদের লেখাপড়ার খরচ কোথায় থেকে আসবে আমরা সেটা ভাবতে পারছি না, একদিকে করোনা ভাইরাসের লকডাউন আর একদিকে স্বর্ণের দাম বারার কারণে আমরা ছোট ছোট জুয়েলার্স মালিকরা চরম দুর্দশায় মধ্যে আছি।

আমরা নিম্নমধ্যবিত্ত মানুষ সংসার পরিবার পরিজন নিয়ে কিকরে বাঁচবো! আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button