স্বাস্থ্য ও চিকিৎসা
অদৃশ্য শক্তি মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কাছে কি মানুষ হেঁরে যাবে
স্টাফ রিপোর্টারঃ
অদৃশ্য শক্তি মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কাছে কি মানুষ হেঁরে যাবে
একটি দেশ মুহূর্তেই মৃত্যুপুরী হয়ে গেলো! মরদেহ পোড়াতে এবং কবর দিতে হিমশিম খাচ্ছে ভারত। খোলা হয়েছে অস্থায়ী শ্মশান; মসজিদ মন্দিরেও স্থাপিত হয়েছে অস্থায়ী হাসপাতাল! জাত ধর্ম ভুলে মরদেহ সৎকার ও কবর দিতে এগিয়ে আসছেন মুসলাম খ্রিষ্টানরাও…
ঠিক সেসময় আমরা শপিংমল খোলা নিয়ে এবং ঈদ শপিং করতে পারার খুশিতে চুল কেটে আঁটি বাধতে শুরু করেছি। পাশের দেশের এই ভয়াবহ অবস্থায় আমাদের অবস্থাটা এমন – রোম যখন পুড়ছে, নিরো হয়ে আমরাও তখন বাঁশি বাজাচ্ছি!
হায় অভাগা দেশ! হায় অভাগা মানুষ!! হায় অভাগা মানবতা!!!