ছাতকে ফেইক আইডি খুলে অপপ্রচার থানায় জিডি করেছেন সানি
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে ফেইক আইডি খুলে অপপ্রচার থানায় জিডি করেছেন সানি
সুনামগঞ্জ জেলার ছাতকে সামোজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ফেইক আইডি ব্যবহার করে সাদমান মাহমুদ সানির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল।
সাম্প্রতিক সময়ের আলোচিত মাও, মামুনুল হককে নিয়ে বিভিন্ন কান্ডের সাথে তার নাম জুড়ে দিয়ে অপপ্রচার করায় ওই ফেইক আইডির বিরুদ্ধে ছাতক থানায় বৃহস্পতিবার একটি জিডি করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি।
তিনি জিডির অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের প্রতি। জিডি সূত্রে জানা যায়, ‘আমি জয় বাংলার লোক’ নামক একটি ফেইক আইডিতে সম্প্রতি ঘটে যাওয়া ছাতক থানা ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনার সাথে তাকে জড়িত করে বিভ্রান্তিকর পোষ্ট দেয়া হয়েছে। মাও.মামুনুল হকের সাথে তার ছবি যুক্ত করে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে ওই ফেইক আইডি থেকে।
হেফাজতের সংগঠক ও উস্কানীদাতা হিসেবেও তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে একটি পোষ্টে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে একটি মহল বানোয়াট ও কাল্পনিক কথাবার্তা লিখে সমাজে তাকে হেয় এবং রাজনৈতিকভাবে খাটো করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতিপক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি।
এ ব্যাপারে সাদমান মাহমুদ সানি জানান, বর্তমানে মাও.মামুনুল হক ইস্যুকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে নিজেদের অপকর্ম অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাংকিদের প্রতি আহবান জানান।