শিক্ষাঙ্গন

একুশে বইমেলা ২০২১ মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনেই চলছে জাতীয় বইমেলা

সাহাদাৎ হোসেন শাহীনঃ

একুশে বইমেলা ২০২১ মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনেই চলছে জাতীয় বইমেলা

প্রতি বছরের ন্যায় এ বছরও জমে উঠেছে অমর একুশে বই মেলা। তবে এবারও নিরাপত্তার চাদরে ডাকা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আর জনসচেতনতা জন্য স্বেচ্ছাসেবক টিমরা সুন্দর পরিবেশের মধ্যমে সবাই কে শতর্ক করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা সবাই মাস্ক পরিধান করে মেলাতে আনন্দ মুহূর্ত পার করছে।

২৫ মার্চ ৮ম দিন অতিবাহিত করতেছে ক্রেতাদের ভিড় বারছে, বই বিক্রেতাদের বই বেচার ধুম পড়েছে জমে উঠেছে একুশে বইমেলা ২০২১ সারা বছরের মতো এই বছর বইমেলা হচ্ছে তবে করোনার প্রভাবে দর্শকদের মনে তেমন আনন্দ নেই। কিছু স্টরে কথা বলে তাদের কাছে জানা গেছে করোনা মহামারির কারণে থম থমে নীরবতার সুর কানে বাজে বেঁচার জন্য একটু চিন্তিত হয়ে যাই।

বিক্রি হচ্ছে ধীর গতিতে এইভাবে চললে বই সেল কম হবে তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করা নজরদারিতে রেখেছেন প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে করোনা সংক্রান্ত প্রভাব ঠেকাতে সবাই কে শতর্ক করার মাধ্যমে মাস্ক বিতরণ করা আর জনসংজম থেকে সবাই কে দূরত্ব বজায় রেখে কেনা কাটা কাজে উৎসাহিত করা হচ্ছে
তবে আশাবাদী বই বিক্রি ভালোই হবে ইনশাআল্লাহ।
ভালো লাগলো বই মেলায় যেয়ে প্রতি বছর বইমেলাতে যাওয়া হয় ক্রয় করা হয় বিভিন্ন লেখকের বই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button