চট্টগ্রামে বিজয়’৭১ এর উদ্যোগে গণহত্যা দিবস পালন
মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য বিকাল ৫ঘটিকায় আন্দরকিল্লাস্থ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বরে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি পালিত হয়। বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি নাট্যজন সজল চৌধুরীর সভাপতিত্বে এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আশীষ কুমার সেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব লায়ন ডাঃ আর.কে রুবেল, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের মহিলা সম্পাদিকা শিল্পী বসাক, অধ্যাপক উত্তম কুমার আচার্য্য, ডাঃ মনির আজাদ, ডাঃ এস.কে পাল সুজন, জাহাঙ্গীর আলম রানা, আনিসুর রহমান ফরহাদ, উত্তম কুমার দে, স্বাধীন সংবাদের বিভাগীয় বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ জুবাইর, মোশারফ হোসেন সরকার, চকবাজার থানা প্রতিনিধি দিদারুল আলম, বাকলিয়া থানা প্রতিনিধি মোঃ শফিউল আজম রুবেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, এই হত্যাযজ্ঞে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল।
২৫ মার্চের ভয়াল কালরাত্রির দুঃসহ ঘটনা আমাদের সবাইকে জানাতে হবে, ছড়িয়ে দিতে হবে। আমাদের চাওয়া থাকবে আমাদের জাতীয় গণহত্যা দিবসকে যেনো বিশ্ব মানের স্বীকৃতি দেয়। এই অনুষ্ঠান থেকে ২৫ মার্চের গণহত্যার সকল শহীদ এবং মা বোনদের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি তাদের অবদান।
শহীদদের স্মরণে, মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ আমাদের এই প্রদীপ প্রজ্জ্বলন। বক্তারা আরো বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান; শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব। ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এ জন্য আমরা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে তাঁর সকল কর্মকান্ডে সহযাত্রী হিসেবে থাকার অঙ্গীকার ঘোষণা করছি।