ছাতকে তিনটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য-সদস্যা পদে প্রার্থী যারা
আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে তিনটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য-সদস্যা পদে প্রার্থী যারা
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ছাতকের তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার নোয়ারাই, ভাতগাও ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬ জন, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল, স্বতন্ত্র দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সামছুর রহমান, মোশারফ হোসেন ও নাসির উদ্দিন রয়েছেন। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মোছাঃ হোছনা বেগম, দিলারা বেগম, মোছাঃ আফতাফুল বেগম, অর্পনা রানী নাথ, মোছাঃ জোছনা বেগম, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে কমরুন নেছা, মিনা বেগম, মোছাঃ রোসনা বেগম, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে মোছাঃ রোসনা বেগম, মোছাঃ মাহফুল, মোছাঃ সুফিয়া খাতুন, মোছাঃ সফিজা বেগম, হনুফা বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাধারন ১ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী আব্দুল কাইয়ূম, আব্দুন নূর, মোঃ আমজাদ হোসেন, মোঃ নূর মিয়া, মোঃ সাদ্দাম হোসেন, মখন আলী, ২ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, মোঃ মছব্বির আলী, আনোয়ার খান মখন, ৩ নং ওয়ার্ডে মোঃ সমুজ আলী, মোঃ মঈনুল হোসেন রাসেল, দেলোয়ার হোসেন, মোঃ রমিজ আলী, মোঃ জালাল উদ্দীন, ৪ নং ওয়ার্ডে মোঃ আখলুছ আলী, মোঃ শাহীন মিয়া তালুকদার, মোঃ মানিক মিয়া, মোঃ ফারুক মিয়া, ৫ নং ওয়ার্ডে আব্দুল মমিন, মোঃ গোলাম মোস্তফা, আবুল খায়ের, মোঃ শাহাব উদ্দিন সুমন, আহমদ আলী, ৬ নং ওয়ার্ডে মোঃ মনির উদ্দিন তালুকদার, মোঃ সাদিক মিয়া, মোঃ শাহাব উদ্দিন, ৭ নং ওয়ার্ডে লিয়াকত আলী, মোঃ আসাদ আলী, মোঃ শাহিদ আলী, ৮ নং ওয়ার্ডে ইকবাল হোসেন, মোঃ আসাদ আলী, আব্দুল বাসিত, শহিদুল ইসলাম, মোঃ রোয়াব আলী, সাজ্জাদুর রহমান, ৯টি ওয়ার্ডে মোঃ আব্দুর রুপ, মোঃ সুজন, মোঃ জমসিদ, আব্দুর রশিদ, মোঃ আব্দুল কুদ্দুস, আপ্তাব আলী, নূরুল ইসলাম রয়েছেন।
নোয়ারাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৬৫ জন। ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ৫ জন। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাস্টার আওলাদ হোসেন, স্বতন্ত্র মোঃ গিয়াস মিয়া, উবায়দুল হক শাহীন, লিক্সন মিয়া ও মোঃ কবির মিয়া রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে রাহেনা বেগম ও সেবিনা বেগম, ২ নং ওয়ার্ডে জেসমিন খানম রাসমিন, মোছাঃ রোসনা বেগম, সুমি আক্তার রাবেয়া, ৩ নং ওয়ার্ডে শেখ রোকসানা বেগম, রংমালা বেগম, মোছাঃ শিল্পী বেগম, আছিয়া বেগম ও রোকেয়া বেগম প্রার্থী হয়েছেন।
সাধারণ ১নং ওয়ার্ডে সদস্য পদে শাহ খালেদ আহমদ, আলী আহমদ, মোঃ শাহজাহান, ২ নং ওয়ার্ডে আব্দুল লতিফ, আব্দুল মতিন, হাফিজ খান, মনির উদ্দিন, আশিক মিয়া, সানূর আহমদ, ৩ নং ওয়ার্ডে আলিফ মিয়া, আব্দুল জালাল, ছালাহ উদ্দিন, সুজাত মিয়া, কামাল উদ্দিন, রিপন মিয়া, ৪ নং ওয়ার্ডে বদরুল ইসলাম, সুহেল আহমেদ, হোসেন আহমদ আবুল, মোঃ চন্দন মিয়া, ৫ নং ওয়ার্ডে রাসেল আহমদ ও আরকুম আলী, ৬ নং ওয়ার্ডে হেলাল হোসেন, বসির মিয়া, অলিউর রহমান, মোঃ লিলু মিয়া, হারুন রশিদ, ৭ নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউসুফ আলী, মোঃ আইন উদ্দিন, মোঃ আব্দুল হামিদ, মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, শাবাজ মিয়া, ৮ নং ওয়ার্ডে মোঃ সাজুর মিয়া, মোঃ আব্দুন নূর, রাফি মিয়া, আবুল ফয়েজ মোঃ আতাউল হক, ৯ নং ওয়ার্ডে মুসলিম আলী, রফিকুল ইসলাম তালুকদার, মাসুম আহমদ, জায়েদ কবির, শাহ মোঃ মুসলিম উদ্দিন প্রার্থী হয়েছেন।
ভাতগাও ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪৩৭ জন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ৬ জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মোঃ সাহেল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র মোজাহিদ আলী, মোঃ রাসেল মিয়া, সায়েম আহমদ ও মোঃ ফারুক মিয়া রয়েছেন। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মোছাঃ লাভলি বেগম, সত্য রানী পাল, সাবানা বেগম, রোকসানা বেগম, আমিরুন নেছা, ২ নং ওয়ার্ডে চন্দ্রমালা বেগম, রেহেনা আক্তার রানা, হায়াতুন নেছা, ৩ নং ওয়ার্ডে জোসনা বেগম, শফিকা বেগম, মোছাঃ জোসনা বেগম প্রার্থী হয়েছেন।
সাধারণ ১ নং ওয়ার্ডে সদস্য পদে মোঃ আল আমিন ও মোঃ সিরাজুল ইসলাম, ২ নং ওয়ার্ডে আজিজুর রহমান, আব্দুল হামিদ, গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, আব্দুল বারী, ৩ নং ওয়ার্ডে আব্দুল জলিল, আব্দুর নূর, আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, সুকেশ সূত্রধর, সৈয়দ রেজুয়ান আলী, সজ্জাদ আলী তালুকদার, মোঃ আতিক আলী, ৪ নং ওয়ার্ডে ফটিক মিয়া, নাসির মিয়া, নূরুল আমিন, ছালিক মিয়া, ৫ নং ওয়ার্ডে মোঃ মনির উদ্দিন, ছানাউর রহমান, আব্দুল ওয়াদুদ, ছামির আলী, সিজিল মিয়া, আব্দুল গফফার, ৬ নং ওয়ার্ডে ইকবাল হোসেন, গয়াস আলী, জাহাঙ্গীর আলম, একরাম হোসেন, সজ্জাদ আলী, মোঃ পরতাব মিয়া, আব্দুস সোবহান, মোঃ একরাম আলী, মোঃ ফয়েজ আহমদ, ৭ নং ওয়ার্ডে কামাল হোসেন, শহর আলী, আজিজুর রহমান, আলিমুল ইসলাম আলিম, ছাব্বির আহমদ, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, আইন উদ্দিন, মাসুক মিয়া, মহরম আলী, ৯ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, আব্দুল হাসিম, আফজালুর রহমান, সুয়িবুর রহমান, ইউসুফ আলী, সুহেল আহমদ ও মঈন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিংচাপইড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৯ জন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোঃ ফয়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।