জেলার খবর

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে বিভাগীয় কমিশনার, ক্ষতিপূরণ প্রদান

আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে বিভাগীয় কমিশনার, ক্ষতিপূরণ প্রদান

১৯তারিখ সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে বিগত ১৭তারিখের ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে বিভাগীয় কমিশনার, সিলেট মহোদয় কর্তৃক ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এসময় সাথে ছিলেন উপমহাপুলিশ পরিদর্শক, সিলেট জনাব মফিজ উদ্দিন আহমেদ; জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন; পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মোঃ মিজানুর রহমান; বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম; সুনামগঞ্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, শাল্লা; উপজেলা নির্বাহী অফিসার, শাল্লা ও দিরাই; দিরাই, সরমংগল ও শাল্লা, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিবৃন্দ, আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মহোদয় ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের সাথে কথা বলেন এবং তাদেরকে আইনী সহায়তাসহ সরকারী সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩৭ টি পরিবারকে পরিবার প্রতি ৫০০০/- নগদ টাকা, ৫৩ টি পরিবারকে পরিবার প্রতি নগদ ৩০০০/- টাকাসহ মোট ৩,৪৪,০০০/- টাকা নগদ, ক্ষতিগ্রস্ত ২ টি সার্বজনীন এবং ৫ টি ব্যক্তিগত পুজা মন্ডপে ১ টন করে মোট ৭ টন জি.আর চাল এবং ৩২ টি পরিবারকে ১ বান্ডিল ঢেউ টিন এবং নগদ ৩০০০/- টাকা করে প্রদান করা হয়।

ইতিমধ্যে উক্ত ঘটনায় ২ টি মামলা হয়েছে এবং এজাহারভুক্ত ২ জনসহ ২২ জনকে আটক করা হয়েছে। ঘটিনায় দোষী সকলকে আটকসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র্যা ব এলাকায় মোতায়েন করা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button