সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাঁই,নগদ অর্থ সহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাঁই,নগদ অর্থ সহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমূরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের রুহুল আমিন ভূঁইয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর সম্পূর্ণ ও দুইটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এতে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা সহ ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর।ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে।পুড়ে যাওয়া ঘর গুলো হচ্ছে মনির হোসেন ও তার ভাই আমির হোসেনের এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আবদুস ছাত্তার ও নুরনবী ইউসুফের বসতঘর।
স্থানীয়রা জানায় বুধবার রাতে ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় ও দমকল বাহিনীকে খবর দেয়। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পে্ৗঁছার আগেই ওই বসতঘর গুলো পড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে যায়।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রতিবেশীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় এতে ওই বাড়ির অপর ২০-২৫ টি ঘর আগুন থেকে রক্ষা পায়।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মনির ও তার ভাই আমির হোসেন একেবারে অসহায় ও আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।অসহায় পরিবার দুটি বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নিকট সাহায্য চেয়ে লিখিত আবেদন করেছেন।