জাতীয়

সাংবাদিক মুজাক্কীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও সমাবেশ

সাহাদাৎ হোসেন শাহিনঃ

সাংবাদিক মুজাক্কীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও সমাবেশ

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে মানববন্ধ।
বক্তব্যে সাংবাদিক নেতারা বলেনঃ সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে ওরা কারা ওরা হায়না ওরা ১৯৭১রের হানাদার- সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে আপনাদের এ দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।

এই দেশ ১৮কোটি জনতার এ দেশ বুদ্ধিজীবী, সাংবাদিক দেশপ্রেমিকদের। সাংবাদিক নির্যাতন হত্যা বন্ধ করুন। সাংবাদিকদের প্রোডাকশনের ব্যাবস্থা করে জীবনের নিরাপত্তার নিচ্শিত করতে মাননীয় সরকারের কাছে জোর দাবি আমাদের সাংবাদিক সমাজের। সাংবাদিকদের মাইনাস করে আপনারা কি প্রমাণ করতে চান। ক্ষমতার চেহারে বসে আপনারা একের পর এক অন্যায় করে যাচ্ছেন আপনাদের ঠেকানোর কেহ নেই।

আপনারা ক্ষমতায় অন্ধ হয়ে গেছেন আপনার দলের নেতা কর্মীদের আশকারা দিয়ে মাথায় তুলে রেখেছেন মনে রাখবেন এইভাবে চলতে থাকলে আপনাদের ক্ষমতা আর বাহাদুরি দাপট বেশি দিনের নয়।

আপনাদের আইন বিচার ব্যবস্থা আরো কঠোর করতে হবে। এই দেশের সুখ ও শান্তি আলো ছড়াতে হলে আগে আপনাদের দল থেকে হাইব্রিড হায়নাদের দমন করতে হবে। দুর্নীতি মুক্ত করতে হবে, নজরদারিতে রাখতে হবে আপনাদের ক্ষমতাশীন নেতাদের উপর। আগুন নিয়ে খেলবেন না এই আগুনে একদিন আপনারাই জ্বলে পুরে শেষ হয়ে যাবেন।

সাংবাদিকরা কি ভাঙা কুলা সাংবাদিকরা অসহায় নয় সাংবাদিকরা দুর্বল নয়। সারা দেশের ন্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুভ ও সমাবেশে করেন বেশ কয়েকটি জাতীয় সাংবাদিক সংগঠন। সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কীর হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেনঃ জাতীয় প্রেসক্লাব থেকে সাংবাদিক নেতারা আর বিক্ষুভ সমাবেশে নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণ করেন সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহিন ভূঁইয়া সহ বিভিন্ন সংগঠন থেকে আরো অনেকে।

বিক্ষুভ সমাবেশে অংশগ্রহণ করেন প্রিন্টমিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়াসহ সকল শ্রেণী পেশার সাংবাদিক ও বুদ্ধিজীবীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button