এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে ধরা পড়ল খুনি ও ডাকাত দুই জন
আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে ধরা পড়ল খুনি ও ডাকাত দুই জন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ডাকাত রুয়েল হোসেন বুশ সহ তাহার সহযো গী ১০/১২ জন ডাকাত গত ২৯ তারিখ দিবাগত রাত্র অনুমান ০২ ঘটিকার সময় ছাতক রেলওয়ের বিআর গোডাউন এর নিরাপত্তা প্রহরী ফখরুল আলমকে হত্যা করে রেলওয়ের গোডাউন ডাকাতি করে লৌহ জাতীয় মালামাল লুট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা হয়। ক্লু-লেছ খুন সহ ডাকাতি মামলার তদন্ত পান ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম।
সুনামগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম সহ সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন দিক নির্দেশনায় চাঞ্চল্যকর ক্লু-লেছ মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম দ্রুত সময়ের মধ্যে মামলার মুল রহস্য উদঘাটন করে মামলার ঘটনায় জড়িত আসামী ০৮জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ০৭ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় সেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করে।
উল্লেখিত ০৭ জন ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে
ছাতক থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই সুমন চন্দ্র গোপ , এএসআই জয়নাল আবেদীন সহ ফোর্সের সহায়তায় খুন সহ ডাকাতির ঘটনায় জড়িত মাষ্টার মাইন্ড আন্তঃজেলা ডাকাত রুয়েল হোসেন বুশ(৩০) পিতা-মৃত চান মিয়া ,সাং- নোয়ারাই ফকিরটিলা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে উক্ত আসামী তাহার সহযোগী জাম্বির আলী জম্বির (৩৫) পিতা- বিক্রম আলী ,সাং- নোয়ারাই থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ সহ সহযোগী অন্যান্য আসামীদের নিয়ে গত ১০/০১/২০২১ ইং তারিখ দিবাগত রাত্রে পূর্ব নোয়ারাই সাকিনের প্রবাসী মকবুল হোসেন এর বাড়ীতে কৌশলে খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে সংগোপনে গৃহে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালংকার সহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
উক্ত ঘটনায় জড়িত রুয়েল হোসেন বুশ এর সহযোগী আসামী জাম্বির আলী জম্বিরকে সহ গত ২০/০২/২০২১ইং তারিখ রাত্র ০৯.৪০ ঘটিকার সময় নোয়ারাই কবরস্থান এসআই হাবিবুর রহমান পিপিএম গ্রেফতার করায় এলাকার লোকজন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।