জেলার খবর

ভাষা শহীদদের প্রতি বাঁশখালী প্রেসক্লাবের ফুলেল শ্রদ্ধা নিবেদন

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

ভাষা শহীদদের প্রতি বাঁশখালী প্রেসক্লাবের ফুলেল শ্রদ্ধা নিবেদন

“ আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারী – আমি কি ভুলিতে পারি” চির ভাস্বর সংগীতের সুরে সুরে বিয়োগান্তক বেদনায় ভাব গম্ভীর পরিবেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে চট্টগ্রাম জেলার বাঁশখালী প্রেসক্লাব।

২১ ফেব্রুয়ারি’২০২১ ইং,রবিবার) সকাল সাড়ে ৬টায় বাঁশখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণের কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন বাঁশখালী প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলার রাস্ট্রিয় স্বিকৃতি আদায় করার জন্য রফিক, সালাম, বরকত, জব্বার সহ যেসকল বীর শহীদ রাস্ট্রিয় রক্তচক্ষুকে উপেক্ষা করে দাবী আদায়ের আন্দোলনে বুলেট বোমার সামনে বুকে পেতে দিয়ে শহীদ হয়েছিলেন সেসব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাঁশখালী প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ।

বাঁশখালী প্রেসক্লাবের প্রেস কনফারেন্সে রবিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের সঞ্চালনায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, সহ-সভাপতি জাকের আহামদ, সহ- সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক রাশেদী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, সহ-অর্থ সম্পাদক মো: দিদারুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ, সদস্য সরওয়ার আলম চৌধুরী ও মোহাম্মদ শাহেদ প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button