সেনবাগে পৌরসভা নির্বাচন ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে পৌরসভা নির্বাচন ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।
নোয়াখালীর সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে “সেনবাগ পৌরসভা নির্বাচন ও নাগরিক ভাবনা র্শীর্ষক” এক গোলটেবিল বৈঠক শনিবার(৬ ফেব্রুয়ারি) উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন তৃণমূল টিভি ও তৃণমূল বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির।
এ সময় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার সম্ভাব্য মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ.স.ম. জাকাারিয়া আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু,নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সেনবাগ পৌরসভার সম্ভাব্য মেয়র মনোনয়ন প্রত্যাশী নুরনবী বাচ্চু,সেনবাগ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আওয়ামীলীগ নেতা মঞ্জুর মোরশেদ আলম,আওয়ামীলীগ নেতা মুজিবুল হক বাবুল,সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, এম.এম চৌধুরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্লাহ, প্রফেসর নুরুল ইসলাম,তৃণমূল বার্তার নোয়াখালী প্রতিনিধি মোশারফ হোসেন,সেনবাগ উপজলা বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা মোহাম্মদ মোস্তফা,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল আলম,মেঘনা ব্যাংক সেনবাগ শাখা ব্যবস্থাপক মোঃ বাহার উদ্দিন,সেনবাগ পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মামুন,নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশ্রাফুল আলম রানা সহ প্রমুখ।গোলটেবিল বৈঠকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা সেনবাগ পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে তাদের বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরেন।বৈঠকে জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশগ্রহণ করেন।