টাঙ্গাইলের মধুপুরে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সহায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন।
আঃ হামিদ, মধুপুর,প্রতিনিধি-(টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুরে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সহায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন।
টাঙ্গাইলের মধুপুরে একটি স্থানীয় হোটেলের হলরুমে ভেষজ ও এলোপ্যাথিক চিকিৎসা বিধি মতে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় “ডায়াবেটিস নির্ণয়, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চিকিৎসা পরামর্শ’ অমূল্য গ্রন্হের মোড়ক উন্মোচন করা হয়। মধুপুর ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সমিতির উদ্যোগে হাকীম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক হাকীম মোঃ হারুন অর রশিদ ফকির, বহু ইউনানী চিকিৎসা গ্রন্থের প্রণেতা, প্রভাষক হাকীম এম.এম কামরুজ্জামান। তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক লেখক ও অনুবাদক হাকীম সৈয়দ মাহমুদুল হাসান, ইউনানী তিব্বিয়া কলেজ ফেনী এর প্রভাষক হাকীম আব্দুল্লাহ্ আল মামুন, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম সৈয়দ মাসুদ হোসেন রানা, হাকীম মুহাম্মদ শফিকুল আলম ফরাজী, হাকীম হুমায়ুন কবির এবং ডাঃ হাকীম কানিজ ফাতেমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী উপজেলার হাকীম ও কবিরাজগণ।