সেনবাগে এম এ সাত্তারের জম্মবার্ষিকীতে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে এম এ সাত্তারের জম্মবার্ষিকীতে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
সেনবাগের কৃতিসন্তান,বিশিষ্ট লেখক,কলামিস্ট ও চট্টগ্রাম বন্দর শ্রমিক আন্দোলনের পুরোধা বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার এর ৭৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ সাত্তার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর হালিমা সাত্তার সরকারি প্রাথমিক প্রাঙ্গণে উদ্বোধনকৃত টুর্ণামেন্টটি রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফাইনাল খেলার মধ্যদিয়ে সম্পন্ন হয়।
বীরমুক্তিযোদ্ধা এম এ সাত্তার এর সুযোগ্য সন্তান ও গ্রীণ হাসাম ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন,টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মাষ্টার মোঃ এমাম হোসেন স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মােঃ মনিরুল ইসলাম,চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ সাত্তার স্মৃতি সংসদ,চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী।বক্তব্য রাখেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, চাঁদপুর হালিমা সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন সহ প্রমুখ।
আলোচনা শেষে একক এবং দ্বৈত দু’দলের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রপি ও ফাইজবন্ড তুলে দেন অতিথিবৃন্দ।
একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, স্থানীয় আরমান বনাম রিশাদ এবং দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এমাম সার্ভেয়ার বনাম ছায়েম এন্ড ব্রাদার্স।
দল দু’টিতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন রিশাদ এবং ছায়েম এন্ড ব্রাদার্স।