ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
অদ্য ২০ জানুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালাচনা সভা এ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, সুনানগঞ্জ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম-এঁর সভাপতিত্বে বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
ইএএলজি জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাহিরপুর; জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুনামগঞ্জ; স্থানীয় সরকার শাখার সহকারি কমিশনার এস. এম. রেজাউল করিম; প্রভাষক নূর হোসেন, ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুনামগঞ্জ; দোলন রানী তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দক্ষিণ সুনামগঞ্জ; খালেদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদ; স্থানীয় সরকার শাখার এলজিসি, এলজিএসপি-৩, লজিক প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটরবৃন্দ; ইএএলজি প্রকল্পভুক্ত ৩০ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ; ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পর্যালোচনা সভায় বার্ষিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম।