ঢাকা সাব-এডিটর কাউন্সিল নির্বাচনের সভাপতি প্রার্থী সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ঢাকা সাব-এডিটর কাউন্সিল নির্বাচনের সভাপতি প্রার্থী সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল।
তরুণ ও প্রতিভাবান সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য হিলালী ওয়াদুদ চৌধুরী আজ শুক্রবার (১৫ই জানুয়ারি) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)।
হিলালী ওয়াদুদ চৌধুরী , দৈনিক ভোরের কাগজের যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
আগামীকাল (১৬ই জানুয়ারি) শনিবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০২০ এ হিলালী ওয়াদুদ চৌধুরী সভাপতি পদে প্রার্থী ছিলেন। আজ সকালে সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁও এর বাসা থেকে বের হওয়ার পরেই বুকে ব্যথা অনুভব করে। পরে, পরিবারের সদস্যরা তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তার মরদেহ প্রথমে তার কর্মস্থল ভোরের কাগজ ও পরে জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হবে। জানাজা শেষে সেখান থেকে গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে লাশ দাফন করা হবে।
হিলালী ওয়াদুদ চৌধুরী ১৯৯৫ সালে অধুনালুপ্ত দৈনিক রূপালী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুকালে প্রয়াত হিলালী চৌধুরী ওয়াদুদ স্ত্রী, একমাত্র মেয়ে সামারা, মা, ভাই ও বোন রেখে গেছেন।