ছাতক সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মানুষের সেবা করতে চান রঞ্জন কুমার দাস।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতক সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মানুষের সেবা করতে চান রঞ্জন কুমার দাস।
সুনামগঞ্জ জেলার ছাতক সদর ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান ছাতক উপজেলা সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রাজনেতিবিদ শিক্কানুরাগী বাংলাদেশ দলিল লেখক সমিতির ছাতক উপজেলা সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস।
তিনি ছাতক সদর ইউনিয়নের সকলের পরিচিত মুখ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
উন্নয়ন বঞ্চিত ছাতক সদর ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ছাতক ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে ছাতক সদর ইউনিয়নবাসির উন্নয়ন করতে চাই।
জানা যায় আসন্ন ইউনিয়ন নির্বাচন সামনে রেখে প্রথমে ছাতক দোয়ারাবাজার আসনের মুহিবুর রহমান মানিক এম পির দোয়া ও আশির্বাদ নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেছেন এলাকার মুরব্বী যুবক তরুন সকলের কাছ থেকে শমর্থন ও পেয়েছেন।
এলাকায় বিভিন্ন গ্রামে পারা মহল্লায় পাটবাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। সরেজমিনে ঘোরে দেখা গেছে রঞ্জন কুমার দাসের ভাল একটি জনপ্রিয়তা রয়েছে ছাতক ইউনিয়নের সর্বসাধারণের কাছে। এমন কি ইউনিয়নে পরিচিত একটি মুখ। ইউনিয়নে ভোটার রাও চায় রঞ্জন দাস কে। রঞ্জন দাসের মাধ্যমে ইউনিয়নে উন্নয়নকাজ হবে বলে সবাই আশাবাদী। ছাতক সদর ইউনিয়নে রঞ্জন দাস নির্বাচনে আসবে বলে শুনে অনেকের চোখে ঘুম নেই। নিজেদের অস্তিত্ব কে ধরে রাখতেচিন্তিত।
রঞ্জন দাস জানান আমার ইউনিয়ন আমার জন্ম ভুমি এই মাটি কে আমি ভালবাসি, এই ইউনিয়নের মানুষের ভালবাসা নিয়ে তাদের মাঝে থেকে সকলের সহযোগিতায় ছাতক ইউনিয়নে নির্বাচন করতে চাই।রঞ্জন দাস অনেক সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছেন। মানুষের সেবায় তার ভাল একটা অবদান রয়েছে।