নোয়াখালীর বেগমগঞ্জে ৬ জনের মৃত্যু, ২২৬ জন আক্রান্ত
আনোয়ারুল করিম মানিক, বেগমগঞ্জ, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু ও ২২৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশানে চিকিৎসা চলছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার দাস জানান, করোনা ভাইরাস শুরুর পর থেকে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে শুক্রবার পর্যন্ত ৬ জনের মৃত্যু এবং ২২৪নং আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৭০ জনকে নিজ নিজ বাড়ীতে ও ৫৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা আইসোলেশান অস্থায়ী ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান নোয়াখালীর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর, করিমপুর, গণিপুর, পৌর নরোত্তমপুর, নাজিরপুর, আলীপুর এলাকায় বেশী। লক ডাউন তুলে দিলে কি যে অবস্থা হবে তা বলা মুশকিল। তবুও বেগমগঞ্জের কর্মরত চিকিৎসকরা জীবনের ঝূঁকি নিয়ে তাদের দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।