জেলার খবর

মুক্তিযুদ্ধ সম্মুখযুদ্ধে শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রম স্মৃতি ফলক উন্মোচনে জেলা প্রশাসক আব্দুল আহাদ।

আব্দুছ ছালাম শাকিল জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

মুক্তিযুদ্ধ সম্মুখযুদ্ধে শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রম স্মৃতি ফলক উন্মোচনে জেলা প্রশাসক আব্দুল আহাদ।

আজ দুপুরে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন সাচনা বাজারে স্থাপিত শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রম এঁর স্মৃতিফলক উন্মোচন করেন জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ ও চেয়ারম্যান, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, সুনামগঞ্জ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: জসীম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব বিশ্বজিত দেব, সিনিয়র সহকারী কমিশনার, জনাব মোঃ আরিফুল ইসলাম, সাবেক কমান্ডার, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড জনাব হাজী মোঃ নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, এ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার বীর মুক্তিযোদ্ধা, এ্যাডভোকেট সালেহ আহমদ, এ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ সিরাজুল ইসলাম বীর প্রতীক এর পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৮ আগস্ট সাচনা বাজারে সম্মুখযুদ্ধে সিরাজুল ইসলাম বীরবিক্রম শহীদ হন। মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট, সুনামগঞ্জ এর অর্থায়নে জামালগঞ্জ উপজেলাধীন সাচনা বাজারে শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম এর স্মৃতি ফলকটি স্থাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রম এর পরিবারের সদস্যদের মধ্যে মুজিব বর্ষের লোগো সহ লাল সবুজের ছাতা বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button