গাজীপুর মহানগর কোনাবাড়িতে আগুনে ২৮ ঘর ভস্মীভূত।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার কেন্দ্রীয় মসজিদের উত্তর পার্শের উত্তর পাড়ায় আগুণে পুড়ে ভস্মীভূত হয় ২৮ টিনসেড ঘর।
গতকাল সকাল সারে দশটায় শম্ভু সরকারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান শম্ভুর বাড়ীতে বেশিরভাগ ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক বসবাস করতো। আগুন লাগার সময় ভাড়াটিয়াদের অনেকেই বাড়ীতে ছিলোনা।
ধোঁয়া দেখে আশপাশের মানুষ দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ঘরগুলোতে তালাবদ্ধ থাকায় মালামাল সরানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে খবর দিলেও প্রায় দের ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে স্থানীয়রা প্রায় দেরঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত এক ভাড়াটিয়া জানান বাড়ীর মালিককে অনেক বার বললেও গ্যাসের চুলার লিকেজ সারায়নি গ্যাস লিকেজ থেকেই এই অগ্নিকান্ড ঘটেছে বলে তিনি জানান। খবর পেয়ে কোনাবাড়ি থানার তদন্ত ওসি খসরু ঘটনাস্থলে পৌঁছে।
আগুন নিভাতে আসা ডি বি এল এর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিরাজ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।