জেলার খবর

ধামরাই পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকার ধামরাই উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বার্ষিকী-২০২০ উপলক্ষে ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই ডিসেম্বর ধামরাই উপজেলা পাক- হানাদার মুক্ত দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার সভাপতি ও কুশুরা আব্বাস আলী হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি, মুক্তিযুদ্ধ চলাকালে ধামরাইয়ের মুক্তিযোদ্ধা কমান্ডার জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

এ’মতবিনিময় ও আলোচনা সভা কুশুরা আব্বাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক বিএডিসির পরিচালক ও কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় বলেন- আজ ১৩ই ডিসেম্বর ধামরাই উপজেলা হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ চলাকালে এইদিনে পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মোঃ আবুল হোসেন, মোঃ মেছের আলী ও মোঃ ওয়াহেদ আলী নামে মুক্তিযুদ্ধাদের প্রাণের বিনিময়ে ধামরাই জনপদ শত্রুমুক্ত হয়। এ’সম্মুখ যুদ্ধে ৬পাক-বাহিনী ও ৩ জন মুক্তিযোদ্ধা নিহত হয়।৩ পাক সেনা আত্মসমর্পণ করে।

আমরা শ্রদ্ধা ভরে ঐ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি সেই সাথে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন মানবতার নেত্রী উন্নয়নের কান্ডারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে হবে। বিশ্বে উন্নয়নে বাংলাদেশ রোল মডেল । এটা অব্যাহত রাখতে ঐক্যের বিকল্প নাই।
সর্বপ্রথম ধামরাই উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button