পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।
খুলনার পাইকগাছা উপজেলার জিরেপয়েন্ট নামক স্থানে সড়ক জনপদ বিভাগের রাস্তার পাশে অবস্থিত জায়গা দখল করে বাঁশ খুটি ও কাঠের তৈরী অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ সব জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।তবে পাকা কয়েকটি স্থাপনা এখনও থেকে গেছে।
জানাগেছে, কয়রা- পাইকগাছা ও পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাইকগাছাস্থ জিরোপয়েন্টে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। পিচের রাস্তার দু-ধার দিয়ে গড়ে উঠা হোটেল, ফলের দোকান, পান বিড়ি, চা, মুদি, সেলুন সহ নানা প্রকার দোকান রয়েছে। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ায় জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটে থাকে।
অনেক স্থানে মাদক সেবিদের আস্থানা গড়ে উঠে। এমন বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে বুধবারের মধ্যে সকলকে সব কিছু সরিয়ে নিতে বলা হলেও তারা সে বিষয়ে কর্ণপাত না করায় বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে বুলডোজার দিয়ে অবৈধ দখল হওয়া জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। তবে কয়েকটি পাকা স্থাপনা এখন থেকে গেছে। এ ব্যাপারেও পরবর্তীতে ব্যাবস্থা নেয়া হবে বলে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান।