দুঃখী অন্ধ মায়ের করুন দৃশ্য এড়িয়ে যেতে পারেননি জেলা প্রশাসক।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দুঃখী অন্ধ মায়ের করুন দৃশ্য এড়িয়ে যেতে পারেননি জেলা প্রশাসক।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙারচর ইউনিয়নের কান্দিগাও এলাকার শাহ আরেফিন (রহঃ) এর মোকামের প্রয়াত খাদেম মালেক শাহ এর দুঃস্থ ও অন্ধ স্ত্রী ফাতেমা খাতুন যিনি তিন ছেলে সন্তানের জননী।
তিন ছেলে সন্তানের এই বৃদ্ধ অন্ধ মায়ের দুঃখ কাউকেই স্পর্শ করেনি। শাহ আরেফিন (রহঃ) এর মোকামের চর্তুপাশে সীমানা দেয়াল নির্মান কাজ পরিদর্শনে গিয়ে দুঃখী অন্ধ মায়ের যাপিত জীবনের করুন দৃশ্য এড়িয়ে যেতে পারেননি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। একটি জীর্নশীর্ন ভগ্নপ্রায় মাটির ঘরে তিনি দিনাতিপাত করছেন। এই অন্ধ দুঃখী মায়ের দুঃখ লাঘবে তার জন্য নতুন ঘর নির্মানের দায়িত্ব নিজ কাধে তুলে নেন।
মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরপ্রদান প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার এই নতুন ঘর প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদরকে নির্দেশ দেন। পরিদর্শনকালে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা,স্থানীয় ইউপি চেয়ারম্যান, এ জেলার বীর মুক্তিযোদ্ধাগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।