(কবিতা)
আমি করি নাই
— মাইন উদ্দিন আহমেদ
ওয়াজ মাহফিল শেষে হচ্ছে মুনাজাত,
উপরে উঠানো সব মুসুল্লীদের হাত।
চমৎকার আয়োজনে সবাই খুব খুশী,
হাত তোলা আল্লার কাছে পেতে বেশীবেশী।
করুণ-কন্ঠ হুজুরের চোখে অনেক পানি,
আবেদন করে চান আল্লার মেহেরবানী–
“আল্লাগো, পরকাল ভুইলা গিয়া
দুনিয়ার মায়ায় মইজা গিয়া
সুখের লাগি হইলাম পেরেশান,
হে আল্লাহ্–
তুমি আমারে দিছো প্রাণ,
হেফাজত করো আমার জান,
তোমার শোকর করার কালে
ভুল করে শয়তানেরে
বিছাই দিছি দস্তরখান;
ও আল্লাগো–
তোমার রহমত সব ভোগ করিয়া
শুকরিয়া তব না জানাইয়া
সব কিছু ভুইল্লা গিয়া
বেরহমের মতো করছি কর্মখান;
ওরে আল্লারে–
আমাদের হাত কবুল করে নাও,
অপকর্ম গুনাখাতা মাফ করে দাও,
বলেন, আমীন…”
উঠে দাঁড়ায় এক মুসুল্লী–
এক আয়োজক বলে, “কই যান?
মুনাজাত শেষ কইরা জিলাপী খান।”
সহজ-সরল মুসুল্লী বলে–
“এই মুনাজাতে আমি শরীক হমুনা,
হুজুর যেইসব কথা বলে আমি কমুনা,
কসম আল্লার, বিশ্বাস করেন ভাই,
এইসব কর্ম আমি কিছুই করি নাই”!