পটুয়াখালীর উলানিয়া বন্দর থেকে ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার।
মিশুক চন্দ্র ভুইয়া, জেলা প্রতিনিধি-(পটুয়াখালী)
পটুয়াখালীর উলানিয়া বন্দর থেকে ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার।
পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন উলানিয়া বন্দর মাঝে মধ্যে মানুষকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর শতাংশ মানুষ ভুগছে ছিনতাইকারী হাতে।
ছিনতাইকারী ঘটনা পুলিশকে জানানো হয়েছে, এ ব্যাপারে পুলিশ তদন্তে তথ্য অনুযায়ী, পুলিশ ছিনতাইকারী ধরার জন্য, অনেক চেষ্টা করে ছিনতাইকারী ঘটনা সঙ্গে সঙ্গে আটক করে তাকে গ্রেফতার করেন,এ ঘটনায় পুলিশের হাতে সাগর নামে এক জনকে পুলিশ গ্রেফতার করেন, সাগরের, বাবা নাম, আবদুল রাজ্জাক, গ্রাম , মাটিভাঙ্গা, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী, পুলিশের তদন্তে জানা গেছে,উলানিয়া বন্দর থেকে ছিনতাইকারী পুলিশ আটক করে তাকে সনিবার ৬.৪৫ মিনিট সময় পূর্ব দক্ষিণ চৌরাস্তায় উলানিয়া বন্দর থেকে ছিনতাইকারী আটক করেন,এ এস আই (এবি)নুরমোচ্ছাক পুলিশ।
উলানিয়া বন্দর থেকে ছিনতাইকারী কে মহানগরীতে অভিযান চলিয়ে প্রায় ১২ ইঞ্চি লম্বা টিপ ছুরি সহ আটক করেন পুলিশ।
আটক হওয়ার পরে ঐ ব্যক্তি হলেন সাগর গলাচিপা থানা নেওয়া হয়, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন(ওসি)মনিরুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন আসামী গ্রেফতার করা হয়েছে এবং তাকে পটুয়াখালী আদালতের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।