জেলার খবর

চাঁদপুর জেলার কচুয়াতে মৃত ব্যাক্তির সৎকার করলো গীতা স্কুল পরিচালনা পরিষদ।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর জেলার কচুয়াতে মৃত ব্যাক্তির সৎকার করলো গীতা স্কুল পরিচালনা পরিষদ।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাসনীগাছা গ্রামের মৃত বাবুল চন্দ্র শীলের সৎকার করলো গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া উপজেলা শাখার সারথীরা।

২৬ই নভেম্বর রাত ৩.৩০মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে পরলোকগমন করেন বাবুল চন্দ্র শীল।তার মৃত দেহ সৎকারের জন্য গীতা স্কুল পরিচালনা পরিষদের সহযোগিতা চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল সাথে সাথে বাবুল চন্দ্র শীলের বাড়িতে ছুটে যান এবং মৃত দেহ সৎকারের জন্য গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিটের সারথীদের অবহিত করেন।

১৫ সদস্যের একটি টিম ২৭ই নভেম্বর বিকাল ২ঘটিকার দিকে মৃত দেহের সৎকার করেন। ১৫ সদস্যের টিমের মধ্যে ছিলেন,উত্তম শীল,ডেন্টিষ্ট দীপক চন্দ্র শীল,সনজিত শীল,প্রদীপ শীল,সজীব কর্মকার,আকাশ কর্মকার,প্রহ্লাদ কর্মকার,রাজু সরকার,অমিত পাল,বিশ্বজিত সরকার,আকাশ শীল,বিকাশ শীল,শীপন দাস প্রমূখ।

এসময় সকলের উদ্দেশ্য সংগঠনের প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীল বলেন,বর্তমান সারা বাংলাদেশের ২৯টি জেলা উপজেলায় গীতা স্কুল পরিচালনা পরিষদের ২৯টি শাখা রয়েছে।এই ২৯টি জেলা উপজেলার যে কোন জায়গায় থেকে কোন হিন্দু পরিবার মৃত দেহ সৎকারের জন্য আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তাদের সহযোগিতা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করবো।মৃত দেহ সৎকার শেষে আগত সকল সারথীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৃত বাবুল চন্দ্র শীলের স্ত্রী ছায়া রানী শীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button