জেলার খবর

“বিআরএমপি” ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী দক্ষিনের সায়েন্টিফিক সেমিনার অনুষ্টিত।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

“বিআরএমপি” ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী দক্ষিনের সায়েন্টিফিক সেমিনার অনুষ্টিত।

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেক্টিশনার(বিআরএমপি) ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দক্ষিন বাঁশখালী শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম বর্ধিত সভা ও সায়েন্টিফিক সেমিনার’২০২০ অনুষ্টিত হয়েছে।

২১ নভেম্বর’২০ ইং শনিবার সকাল ১০ টার সময় উপজেলার চাম্বলে অবস্থিত বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের কনফারেন্স হলে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, সোসাইটির চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি ডা: মুনির উদ্দিন চৌধুরী।

বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার(সেলস এন্ড মার্কেটিং) মোহা: ফারুখ আজমের সঞ্চালনায় অনুষ্টিত সোসাইটির কার্যনির্বাহি কমিটির বর্ধিত সভা ও সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রুবেল সা’দাত চৌধুরী।

প্রধান বক্তার মুল আলোচনা পেশ করেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আসিফুল হক। বিশেষ অতিথি ছিলেন, গ্রীন লাইফ বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ’র এমডি মোহাম্মদ রিয়াজুল করিম, বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের পরিচালক (এইচআর/ এ্যাডমিন) ইঞ্জিনিয়ার মিসবাহ উদ্দিন, বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এ.এম আরিফ ইশতিয়াক, সুনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ল্যাব এইড ফার্মা: লি:’র রিডিওন্যাল সেলস ম্যানেজার কাজল বসাক, জাতীয় দৈনিক বিজয় ও চ্যানেল কর্নফুলি প্রতিনিধি সাংবাদিক এনামুল হক রাশেদী, দৈনিক মানবজমিন বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, দৈনিক জনকণ্ঠের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক জোবায়ের, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাংবাদিক শিব্বির আহামদ রানা, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ, দৈনিক বর্তমান দিন প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আনোয়ার।

সায়েন্টিফিক সেমিনারে প্রধান বক্তা ডা: আসিফুল হক রুরাল প্রেক্টিশনারদের (পল্লি চিকিৎসক) বিভিন্ন ধরনের রোগীর রোগের লক্ষন, করনীয় সম্পর্কে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা: রুবেল শা’দত চৌধুরী বলেন, পল্লি চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীদের অতি আপনজন, প্রিয় বন্ধু। দিন-রাতের যে কোন সময় এই পল্লি চিকিৎসকরাই যেকোন সময় জিবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় ছুঠে চলে। তিনি বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেক্টিশনার ওয়েলফেয়ার সোসাইটির বাঁশখালী শাখার সকল সদস্যদের যে কোন সহযোগিতায় সর্বদা আন্তরিক থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় অতিথিবৃন্দ ও সাংবাদিকদেরকে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেক্টিশনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করা হয়।
সুন্দর-সুশৃংখল সভাটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্তাবধানে ছিলেন, বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেক্টিশনার ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী দক্ষিন শাখার সভাপতি ডা: আশেক এলাহী রনি ও সেক্রেটারী ডা: এম এন রাসেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button