পাইকগাছায় যুব উন্নয়নের সপ্তাহব্যাপী পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় যুব উন্নয়নের সপ্তাহব্যাপী পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন।
খুলনার পাইকগাছায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী হাঁস মুরগী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার বিকালে ২০২০-২০২১অর্থ বছরে উপজেলা পর্যায়ে রজস্ব আয়বৃদ্ধিতে পারিবারিক হাঁস মুরগি পালনের উপর এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
সপ্তাহব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল্লাহ হক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
এক বক্তব্যে প্রধান অতিথি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও পারিবারিকভাবে হাস-মুরগী পালনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রশিক্ষক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, প্রশান্ত কুমার সানা, মনঞ্জুরুল হকসহ ২৫ জন প্রশিক্ষনার্থী।