জেলার খবর

পাইকগাছায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

খুলনার পাইকগাছায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকালে উপজেলার বিরাশি গ্রামের হলুদ চাষী আনোয়ারা বেগমের মসলা ফসলের ক্ষেত পরিদর্শন করেন কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকতারা। পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মসলা ফসল হলুদ চাষের ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ নজরুল ইসলাম, খুলনা অ লের মাস্টার ফ্যাসিলেটর মোঃ মিজানুর রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, ধ্রুব জ্যোতি সরকার, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, ফরাজ উদ্দীন মোড়ল, এসএম মফিজুর রহমান, কৃষক মোশারফ হোসেন, সবুর গাজী, আয়ুব আলী গাজী ও নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা মসলা ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মসলা, প্রসাধনী ও ঔষধী গুণাগুণ তুলে ধরে মসলা ফসল হিসেবে হলুদ চাষ বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button