জেলার খবর

নরসিংদীর পুলিশ সুপার করোনায় আক্রান্ত।

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পুলিশ সুপার করোনায় আক্রান্ত।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার করোনায় আক্রান্ত। রোববার ১৫ নভেম্বর বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা, মোঃ নুরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, জ্বরে আক্রান্ত হলে শনিবার নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্হ্য বিভাগ। পরে তার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।

শনিবার রাতে প্রাপ্ত ফরাফলা তার করোনা পজিটিভ আসে।বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, জ্বর অনুভূত হওয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা করি।

শারীরিক ভাবে কোন জটিলতা না থাকলে ও দ্রত করোনা মুক্ত হতে রোববার ১৫ নভেম্বর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি। জেলা স্বাস্হ্য বিভেগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় শনিবার পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা পাঠানো হয়।

এতে এসপিসহ মোট ০৫ জন করোনা পজিটিভি শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলার ০২ জন, মনোহরদীতে ২ জন ও রায়পুরায় ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ ২৫৩৯ জন।

এরমধ্যে সদর উপজেলায় মোট ১৪৭১ জন, শিবপুরে ২৬১ জন, পলাশে ২৯৪ জন, মনোহরদীতে ১৮১ জন, বেলাবোতে ১৫০ জন, রায়পুরাতে ১৭৭ জন। আইসোলেশন মুক্ত ২৪২৭ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশন ৯৬ জন।মোট মৃতের সংখ্যা ৪৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button