সেনবাগে আন্তঃ পাইলট স্কুল ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে আন্তঃ পাইলট স্কুল ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ।
নোয়াখালীর সেনবাগ স্টুডেন্টস্ ইউনিয়নের আয়োজনে আন্তঃ পাইলট স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৩ থেকে ২০২০ ব্যাচের ৮টি টিম উক্ত ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন।৫ দিনব্যাপী নক আউট পদ্ধতির খেলায় এসএসসি ২০১৩ ও ২০১৫ ব্যাচের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।খেলায় এক শূন্য গোলে জয় লাভ করে এসএসসি ২০১৫ ব্যাচ চ্যাম্পিয়ান ট্রফি জিতে নেয়।
খেলা শেষে স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি সামছুল আলম খাঁন লিখনের সভাপতিত্বে খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আলী আক্কাছ রতন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান সিরাজী,বাজার কমিটির সহ- সাধারণ সম্পাদক মোঃ ফারুক,পৌরসভার ৬নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী আবু তাহের,সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী এয়ারের নাজমুল ইসলাম মানিক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভির,শ্রমিক নেতা ওলি উল্য ভুঁঞা,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুন,বিশিষ্ট সমাজসেবক ওলি উল্যা রাসেল,ইঞ্জিনিয়র সোহেল সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।
অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় ম্যান অব দ্যা সিরিজ জিতেন চ্যাম্পিয়ান দলের মিরাজ,সেরা গোল কিপার পুরষ্কার জিতেন সাইমন।