বাঁশখালীর চাম্বলে ‘তামিম মেডিকেল হল’র উদ্বোধনী অনুষ্ঠানে ডা: রহিম।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীর চাম্বলে ‘তামিম মেডিকেল হল’র উদ্বোধনী অনুষ্ঠানে ডা: রহিম।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা হাজ্বী নন্নামিয়া মার্কেটে “রোগীর স্বার্থকে গূরুত্ব দিয়ে ড্রাগ ব্যবসার প্রতিশ্রূতি” সহ যাত্রা শুরু করল “তামীম মেডিকেল হল।”
৯ নভেম্বর’২০ ইং সোমবার বিকাল ৫ টার সময় তামীম মেডিকেল হলের শুভ উদ্বোধন উপলক্ষে করোনাকালীন স্বাস্থ্যবিধী মেনে বর্ণাঢ্য শূভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নন্নামিয়া মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব নন্না মিঞা। প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রহিম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী স্কয়ার ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) জসিম উদ্দিন আল হাসান, বাঁশখালী স্কায়ার ক্লিনিকের সুপার ভাইজার ও সাংবাদিক শিব্বির আহমদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আব্দুর রহিম বলেন, বর্তমান সময়ে অসংখ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানী বাজারে ব্যবসায়ীক প্রতিযোগীতার দৌঁড়ে আছে। কিন্তু ড্রাগ ব্যবসায়একজন ব্যবসায়ীকে নগদ ও অধিক মুনাফার লাভের লোভ পরিহার করে রোগীর স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গুনগত মানসম্পন্ন মেডিসিন বিক্রয়ে উৎসাহী হতে হবে, পাশাপাশি সততার সাথে ব্যবসায় মনযোগ দিলে তিনি ব্যবসার সফলতা নিশ্চিত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের মেডিকেল এ্যসিস্টেন্স ডাক্তার আবু বক্কর সিদ্দিকী, হাজ্বী নন্নামিয়া মার্কেটের স্বত্বাধিকারী হাজ্বী নন্নামিয়া, আরিফ উল্লাহ্ মিছবাহ্, গিয়াস ফার্মেসির স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন, হাফেজ আব্দুর রহিম, মু. ফোরকান প্রমূখ। পরে ক্রস ফিতা কেটে “তামীম মেডিকেল হলের” শূভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বাঁশখালীর কৃতি সন্তান ও সর্বমহলে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম।