জেলার খবর

ধামরাই উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও গণঅবস্থান কর্মসূচি পালিত।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও গণঅবস্থান কর্মসূচি পালিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্প্রদায়িক বাংলাদেশে একটি কুচক্রী মহল ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা ও বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও লুটপাট সহ নানা অপকর্ম চালাচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবানে ধামরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত ধামরাইয়ের ঐতিহাসিক রথখোলা চত্তরে সাম্প্রদায়িকতা রুখো বীর বাঙালী জাগো এ’শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবাদ ও গন অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ই নভেম্বর) সকাল ১১ঘটিকায় সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ধামরাই উপজেলা শাখার সভাপতি শ্রী অজিত কুমার কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্রী স্বর্ণ কমল ধর এর সঞ্চালনায় এ’প্রতিবাদ ও গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন, পৌর শাখার সভাপতি ও পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী দুলাল চন্দ্র সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা ও যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ শ্রী পলাশ চন্দ্র ঘোষ, তমাল ব্যানার্জী,সুমন সরকার সহ অন্যন্য নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের নিকট নিমোক্ত দাবি রাখেন, কুমিল্লার মুরাদনগরে ফেসবুক গুজব তৈরি করে হিন্দু বাড়ী ঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাতে ষড়যন্ত্রমূলকভাবে হিন্দু শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে জানিয়ে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রক্টরের অপসারন ও সাম্প্রদায়িক হামলার বিচারের দাবী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button